স্বপ্নচূড়ার বর্ণাঢ্য A+ ও মেধাবৃত্তি সংবর্ধনা
বাঁশখালী দক্ষিন পুইছড়ি ইউনিয়নে ”স্বপ্নচূড়া” সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও স্বপ্নচূড়া কর্তৃক গৃহিত মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দক্ষিন পুইছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে PSC / JSC/JDC /SSC/DAKHIL পরীক্ষায় উর্ত্তীণদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।এতে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র চট্টগ্রাম সিটি করর্পোরেশন, ক্যাপ্টেন মঈন আহসান খান, মেরিন ম্যানেজার শিপ এশিয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং প্রায় দুইশ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট সার্টিফিকেট ও প্রাইজবন্ড প্রদান করেন।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ”স্বপ্নচূড়া” সংগঠনের সভাপতি ফোরকান এলাহী। অনুষ্ঠান সঞ্চালন ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নচূড়া সংগঠনের সাধরন সম্পাদক ও সংগঠনের সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি