BanshkhaliTimes

পুইছড়িতে মাওলানা তাহের আহমদ (রহঃ) স্মরণসভা ও দোয়া মাহফিল

BanshkhaliTimes

আজ ১৬ সেপ্টেম্বর ২০২০ ইং বুধবার সকাল ১০.০০ টায় প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা তাহের আহমদ (রহঃ) স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা “আল্লামা তাহের আহমদ রহঃ ফাউন্ডেশন” পুইছড়ি ( Poichori ), বাঁশখালীর ( Banshkhali ) উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন। আলোচনা পেশ করেন জনাব অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা হাফেজ আবদুর রহমান, ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নোমান প্রমুখ।

সভায় মরহুম মাওলানার বিভিন্ন দিক আলোচনা করা হয় এবং মহান রবের দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতের আ’লা মাকাম কামনা করে দোয়া করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *