পুইছড়ি প্রতিনিধি : পুইছড়িতে কয়েকটি কেন্দ্রে ভোট দখলের খবর পাওয়া গেছে। মহিলাদের দীর্ঘ লাইন হঠাৎ করে কমতে থাকলে দর্শনার্থীদের সন্দেহ শুরু হয়। পুইছড়ির ইজ্জতিয়া, সোলতানিয়া ও মকসুদিয়া কেন্দ্রে জোর করে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। একটি কেন্দ্রে এজেন্টকে বের করে দেওয়ার খবরও পাওয়া গেছে।