BanshkhaliTimes

পুইছড়িতে অগ্নিকাণ্ডে ১৩ ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার কাশেম বাড়ি হতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ১৩ টি ঘরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

BanshkhaliTimes

ইউপি সদস্য কাশেমের স্ত্রী মনিরা খানম এ্যানি বলেন, সকাল ১১ টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুনে তেরটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ দ্রুত আগুন নেভাতে এগিয়ে এলেও মূহুর্তের মধ্যে আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ আজাদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ১৩ টি বসতঘর পুড়ে যায়।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জমান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ১৩ টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *