জ্ঞানের জন্য আসুন, জ্ঞানের জন্য পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার ৪ সেপ্টেম্বর ২০১৭ ইং উদ্বোধিনের পর ১বৎসর পূর্ণ হল।
পুইছড়ি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় ছালেমা চৌধুরানী বাজারস্থ পাঠাগার চত্বরে ১ম বর্ষপূর্তি উদযাপন, প্রবীণ শিক্ষক সম্মাননা স্মারক, সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষক মাস্টার আবুল খাইর।বঅনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন-ওমর ফারুক ছোহাইল। অনুষ্ঠান সঞ্চলনা করেন শাহাদাত ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন শাহাদাত হোসাইন। পাঠাগারের রিপোর্ট ও পাঠাগার উন্নয়নের জন্য বক্তব্য দেন শামিম উল্লাহ আদিল, হেলাল উদ্দিন আবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুইছড়ির কৃতি সন্তান,বচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, ড.মোরশেদুর রহমান।
প্রধান মেহমান হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন হিরা, প্রধান আলোচক হিসেবে অরবিট স্কুল এন্ড কলেজের পরিচালক লায়ন আমিরুল হক (ইমরুল কায়েস), কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জাকের হোসেন চৌধুরী বাচ্চু এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আরিফুর রহমান সুজন, কফিল উদ্দিন চৌধুরী, সোলতানুল আজিম চৌধুরী, খোরশেদ আলম, ফোরকান এলাহী, এমরানুল হক, ফৌজুল কবির চৌধুরী, শহীদুল্লাহ, সুমন আকবর প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধিত অতিথি হিসেবে শিক্ষক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন-
জাফরুল আলম (জহির), মাওলানা আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সিকদার, মাওলানা সিরাজুল হক, মো: শামসুল হক, অজিত কান্তি দে, শায়লা পারভিন, সরওয়ার উদ্দিন চৌধুরী, ডা:মোস্তাফিজুর রহমান আশেক প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন ও সবসময় পাঠাগারের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি