(বাঁশখালী টাইমস)- পশ্চিম পুঁইছড়ি তেলিয়াকাটা সীরাত কমিটির উদ্যোগে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল গতকাল স্থানীয় বাইশ্যা মার্কেটস্থ কবরস্থান সংলগ্ন ময়দানে অনু্ষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন- রাজাখালী বি ইউ আই ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, পুঁইছড়ি পন্ডিতকাটা জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আবদুল কুদ্দুছ। প্রধান মুফাসসির হিসেবে- টিভি আলোচক, ঢাকা বায়তুল ওয়াদুদ জামে মসজিদের খতিব সাদিকুর রহমান আল-আজহারী, প্রধান বক্তা হিসেবে- পতেঙ্গা ইসলামিয়া মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান তাকরীর পেশ করেন।
এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা হাফেজ আজিজুল হক।