পুঁইছড়ি প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সোলতানুল আজিম চৌধুরী

বাঁশখালী টাইমস: পুঁইছড়ি সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সোলতানুল আজিম চৌধুরী। ১৯২৯ সালে তাঁর দাদা এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

১৯৯৮ সাল হতে তিনি পর পর ১৯ বছর উক্ত বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ম্যানেজিং কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন হুমায়ুন কবির সহ-সভাপতি , মাস্টার আনোয়ারুল ইসলাম সদস্য সচিব।

বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে সোলতানুল আজিম চৌধুরী বলেন-
আমার দায়িত্বকালীন উক্ত বিদ্যালয়ে জাপানি অনুদানে ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক ভবন নির্মাণ, উপবৃত্তি’র ব্যবস্থা, বহু
শিক্ষা সরঞ্জাম ও সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় দপ্তরি নিয়োগ সহ বিভিন্ন কর্মকাণ্ড অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *