‘জ্ঞানের জন্য আসুন, জ্ঞানের জন্য পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন’ এ স্লোগানকে সামনে রেখে পুঁইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
পূর্ব-পুঁইছড়ি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে পূর্ব পুইছড়ি সালেমা চৌধুরানী বাজারে গত ৪ সেপ্টেম্বর পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক পূর্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক, বাঁশখালী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট কবি ও গবেষক, বাঁশখালী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কমরুদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. ইমরানুল ইসলাম, এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল, মাস্টার আহমদ কবির, মাস্টার মো. কচির উদ্দিন।
সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক মাস্টার আবুল খাইর ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাদত ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কবি কমরুদ্দিন আহমদ বলেন -পূর্ব পুঁইছড়ি ছাত্র ঐক্য পরিষদের পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ এলাকায় জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সহায়ক। পাঠাগারের গুরুত্ব শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও ডের বেশি। পাঠাগার ছাড়া যে কোন স্তরের শিক্ষা কার্যক্রম অচল। এপাঠাগার এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি পাঠাগারটি সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত করার পরামর্শ দেন।- প্রেস বিজ্ঞপ্তি