নিজস্ব প্রদায়ক: নবনির্মিত পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাইফুদ্দীন আহমেদ রবি, পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুলতান গণি চৌধুরী, বাহারছরা ইউনিয়নের চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মিজান সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতার পাশাপাশি স্থানীয় নেতৃত্বেও ধারাবাহিকতা দরকার। আমি এলাকার জন্য কতটুকু নিবেদিত ছিলাম এবং আছি তা মানুষ জানেন।