পুঁইছড়ি প্রতিনিধি: এই ভাঙ্গা সাঁকো দিয়ে প্রতিদিন শিশুসহ স্কুল-মাদরাসার কয়েকশ শিক্ষার্থী পারাপার হয়! পড়ে গেলেই নিশ্চিত ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে! দেখার যেন কেউ নেই!
পুঁইছড়ি ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা এবং পুঁইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মৃত্যুফাঁদ সাঁকো। যেন পৃথিবীস্থ একটি পুলসিরাত!
বাঁশ ও কাঠ দিয়ে জোড়াতালি দেওয়া এই সাঁকো দিয়ে দৈনিক প্রায় ৪০০ ছাত্র ছাত্রী পার হয়। অথচ, পার হওয়া তো দূরে থাক, দেখলেও প্রাণ নড়েচড়ে ওঠে ভয়ে! অল্পবয়সী শিশু ছাড়াও বয়স্ক লোক পর্যন্ত এই সাঁকো থেকে যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে! এই সাঁকোর অবস্থা এমনটাই সঙ্গিন!
জানা যায়, সাবেক চেয়ারম্যান এই সাঁকো সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেটাই আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে। কাজের কাজ হয়নি।
শুধু সাবেক চেয়ারম্যান নয়, সাবেক এমপি ও বর্তমান এমপিও এই সাঁকো সম্বন্ধে অবগত। তারারা দেখে গেছেন, তারাও এর সংস্কার করবেন বলেছিলেন। কিন্তু এই সাঁকোর কোনো সংস্কার হয়নি আদৌ! বর্তমানে বৃষ্টি ও ঢলের সময় এই সাঁকো দিয়ে পার হওয়া রীতিমত পুলসিরাত পার হওয়ার সমান বলে জানান স্থানীয়রা।
তারা দ্রুত এই সাঁকোর সংস্কার দাবি করেন।