বিটি ডেস্ক : পুঁইছড়ি ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী, রাজাখালী বেশারতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুর রহমানকে নিজ বাসা থেকে গত সোমবার রাত ৯.৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে৷
তিনি স্থানীয় নির্বাচনে ইউনিয়ন আমীর জামায়াতের পক্ষে কাজ করছিলেন। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, জমিদার গোষ্ঠি আওয়ামীলীগ প্রার্থী নিজের নিশ্চিত পরাজয় দেখে কৌশলে উক্ত ইউনিয়নের জামায়াত সেক্রেটারীকে গ্রেপ্তার করিয়েছে। তারা তার মুক্তি দাবি করেছে।