ঢাকা প্রতিনিধি : হঠাৎ বুকে ব্যথা অনুভব করার কারণে ১১ নং পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান উল গণি চৌধুরীকে (লেদু মিয়া) ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতরাতে ঢাকায় অবস্থানকালে লেদু মিয়ার বুকে ব্যথা অনুভব হলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে তার বুকের ব্যথা কিছুটা কমেছে।
পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে গেলে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হবে।