পুঁইছড়ি প্রতিনিধি : গতকাল সকাল ৯টা ১৫ মিনিটে বাঁশখালীর বহদ্দারহাট রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে পুঁইছড়ী ইসলামিয়া ফাযিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী কলি। তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছিল।
রাস্তায় একটি ট্রাক এসে ধাক্কা দিলে সে এই দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার জন্য অভিযুক্ত ট্রাকটিকে আটক করে মাদরাসা ক্যাম্পাসে নেয়া হয়েছে।
জানা গেছে, ট্রাকটির কোম্পানী দেন দরবার করে কম টাকায় ফাঁক-ফোকড় দিয়ে বেরুবার জন্য চেষ্ট করেছে। মাদরাসা প্রশাসন ট্রাক মালিক পক্ষকে ও গাড়ির চালকের সাথে আলোচনায় বসেছিল।