পুঁইছড়িতে ইসলামী তরুণ কাফেলার তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

পুঁইছড়ি প্রতিনিধি : (বাঁশখালী টাইমস)- পশ্চিম পুঁইছড়ি আরব শাহ ঘোনা ফকির পাড়ায় ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।

এতে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন- নাটোর থেকে আগত প্রধান মুফাচ্ছির মাওলানা ক্বারী আব্দুল মজিদ সাহেব, বিশেষ মুফাচ্ছির অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব- পতেঙ্গা আলীয়া মাদ্রাসা, চট্টগ্রাম।

এতে স্থানীয় ধর্মপ্রাণ শ্রোতারা এসে যোগ দেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *