পিকআপের চাপায় খানখানাবাদে ১ মেয়েশিশুর মৃত্যু

বাঁঁশখালীর খানখানাবাদ এলাকায় ঘাতক ট্রাক কেড়ে নিল অবুঝ শিশুর প্রাণ

মুহাম্মদ মিজান বিন তাহের: খানখানাবাদ কদম রসুল নাছিয়া পুকুর পাড় এলাকার পশ্চিম পার্শ্বে কামালের দোকানের সামনে (২৮ মার্চ বুধবার) সকাল ৭.৪০ মিনিটের সময় ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অবুঝ শিশুর।
স্থানীয় সূত্রে যায়, খানখানাবাদ ২ নং ওয়ার্ডের ফজর আলী বাড়ির সৌদিআরব প্রবাসী রশিদ আহমদের কন্যা ১৬ নং কদম রসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
১ম শ্রেনীর ছাত্রী ইসছা রশিদ নিশাত (৬) সকালের নাস্তা করার জন্য দোকান থেকে রুটি আনার জন্য কামালের দোকানের সামনে গেলে অপর দিক থেকে আসা (ঢাকা মেট্রোঃ-ড-১১-১১৩৯) ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ গেল শিশুটির।

বাঁঁশখালী থানার অফিসার ইনচার্জ মো: সালাউদ্দীন হীরা জানান, ট্রাকের চাপায় এক স্কুলছাত্রীর ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অত্যন্ত গরীব হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা মীমাংসার চেষ্টা চালাচ্ছে।
তবে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে পুলিশ তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *