পিএসজি’র জার্সি হাতে নেইমার

বাঁশখালী টাইমস ডেস্ক: সমস্ত জল্পনা-কল্পনা, জটিলতা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) ক্লাবে যোগ দিলেন সাবেক বার্সেলোনা সুপারস্টার নেইমার। গতকাল শুক্রবার ব্যক্তিগত বিমানে করে তিনি প্যারিসে উড়ে যান। এরপর পিএসজির মাঠ প্রিন্স পার্কে দলটির কাতারি মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে। এ সময় ব্রাজিল সুপারস্টারের হাতে ‘১০ নম্বর’ জার্সিটি তুলে দেন পিএসজি প্রেসিডেন্ট। এর মাঝে সতীর্থদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় নেইমারকে।

 

নেইমারের ফ্রান্স যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল উৎসাহ দেখা গেছে দেশটির ক্রীড়াঙ্গন এবং সমর্থক মহলে। চারদিকে যেন সাজ-সাজ রব পড়ে গেছে।

 

দেয়াল দেয়াল নেইমারের গ্র্যাফিতি। বাজারে বিক্রি হতে শুরু করেছে পিএসজি জার্সি পরিহিত নেইমারের ছবি। ভিনগ্রহের এই তারকাকে দেখতে বিমানবন্দরের বাইরে ছিল ক্রীড়ামোদী আর মিডিয়াকর্মীদের ভিড়। অবশেষে সব প্রতীক্ষার অবসান হলো।

 

 

নেইমারকে পেয়ে গেল পিএসজি। সেটাও ২২২ মিলিয়ন ইউরো আর নানা জটিলতা, আইনি মারপ্যাঁচের বিনিময়ে।

সংবাদ সম্মেলনে যথারীতি নেইমারকে প্রশ্ন করা হলো তার সাবেক ক্লাব বার্সেলোনার বিষয়ে। সাবেক হয়ে যাওয়া বিখ্যাত এমএসএন ত্রয়ীর অন্যতম এই ২৫ বছর বয়সী তারকা বললেন, ‘আমি পিএসজিতে এসেছি তার মানে এই নয় যে বার্সা দর্শকদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা কমে যাবে। ‘ একইসঙ্গে তিনি পিএসজির জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *