পিএসজিতে খেলেই মাতালেন ও জেতালেন নেইমার

বাঁশখালী টাইমস: অবিশ্বাস্য ও বিশাল অঙ্কের টাকা দিয়ে নেইমারকে দলে নিয়ে আসা পিএসজিও হয়তো ভুল করেনি হিরের টুকরো চিনতে। নেইমারের আসল দাম তো মনে হচ্ছে ২২২ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি!

মেসির ছায়া থেকে বের হতে বার্সেলোনার মতো ক্লাব ছাড়ার ঝুঁকিটা নিয়েছিলেন নেইমার। তবে, নতুন ক্লাবের জার্সিতে নিজের খেলায় এখনই তৃপ্ত হচ্ছেন না নেইমার। পায়ের জাদুতে মুগ্ধ করে চলা নেইমার নিজের পারফর্মে আরও উন্নতি চাইছেন।

পিএসজির জার্সিতে নেইমারের শুরুটা ছিল দুর্দান্ত। গুইনগাম্পের মাঠে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন নেইমার, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। আর হোম ভেন্যুতে অভিষেকে জোড়া গোল উদযাপন করেছেন ‘আগামীর বিশ্বসেরা’। প্যারিসে অনুষ্ঠিত সবশেষ লিগ ম্যাচটিতে তুলুজকে ৬-২ গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চ জায়ান্টরা।

পিএসজির জার্সিতে নেইমার দ্রুত নিজেকে মানিয়ে নিতে চান। ফরাসি ক্লাবটিতে আরও উন্নতি করার ব্যাপারে প্রতিজ্ঞ নেইমার জানান, ‘পিএসজিতে এসে আমি সুখী। এটা আমার বাড়ির মতো। আরও দ্রুত এখানে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। শারীরিক দিক থেকে আরও ভালো হতে চাই। আমার মনে হয়, এখানে আমি আরও উন্নতি করতে পারবো।’

ব্রাজিল আইকন আরও জানান, ‘পিএসজির খেলোয়াড়রা অনেকটা আমার দেশের মতো ফুটবল খেলে। এটা আমার পারফর্মে বেশ দারুণ ভূমিকা রাখছে। খুব দ্রুতই তাদের টেকনিক্যাল ব্যাপারগুলো ধরতে পারছি। আর এখানের আবহাওয়া আমাকে কাছে টানছে। দলের সমর্থকরা বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে। মাঠে তাদের শোরগোল আমার কাছে নিজের মতো মনে হয়।’

banglanews24.com

বার্সার সাবেক তারকা নেইমার যোগ করেন, ‘দলের পারফরম্যান্স ও দলের সব খেলোয়াড়কে নিয়ে আমি খুবই খুশি। এখন আমার একটাই চাওয়া-নিজের আরও উন্নতি।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *