মো. আফনান চৌধুরী, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো.হানিফ (৬৬) নামে একজন সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় ( পিএবি) সড়কের কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই নিহত হন সিএনজি চালক। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। এতে নুরুজ্জামান নামের একজন যাত্রী ও আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে বাঁশখালীগামী একটি গরু বহনকারী ট্রাক বিপরীত দিক থেকে মাছবাহী সিএনজি কালাবিবির দিঘির মোড়ে আসলে মু্খোমুখি সংঘর্ষে পতিত হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সিএনজি চালক হানিফ।
আনোয়ারা থানার ডিউটি অফিসার এসআই কামরুজ্জামান বলেন, ভোর সাড়ে ৫ টার সময় ট্রাক-সিএনজি মু্খোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। এতে আহত হয় আরেক সিএনজি যাত্রী।
আহত অন্য জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।