পাশবিকতার মহোৎসব
—লিসানুল হক শাহরুমী
দ্বেষ যে ছড়ায় সে হলো প্রেমিক
প্রেম যে ছড়ায় সে বিদ্বেষী!
ভিনদেশী যে আপন সে জন
আপন যে জন সে ভিনদেশী!
যার হৃদয়ে আছে অনুরাগ
লোকে তারে কয় বেকুব এক
অবহেলা যার প্রতিটি ক্ষণে
তার আশাতেই কাঁদে বিবেক।
এখানে এখন মানুষ তো নেই
যেন পাথরের মূর্তি সব
দুই চোখে আর কান্নাও নেই
পাশবিকতার মহোৎসব।
ক্ষণে ক্ষণে হয় ক্ষত গভীর
দ্রোহের কবিও নীরব হায়!
কাকই এখন রাজাধিরাজ
কোকিল ব্যথায় মূর্ছা যায়।