বাঁশখালী টাইমস প্রতিবেদক: বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার ৫নং ওয়ার্ডের জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৬ জন আহত হয়েছে।
জানা যায়, কোকদন্ডী পালেগ্রাম মৌজার ৪০৫৮ বিএস দাগে স্হানীয় আলী আহমদের কাছ থেকে ১৯৮১ সালে ১২ গন্ডা জায়গা দুই দলিলে আব্দুস সাত্তার ও তার স্ত্রী ক্রয় করে ভোগদখলে রয়েছে।আব্দুস সাত্তার মারা যাওয়ার পরে দীর্ঘ দিন যাবৎ তার পুত্ররাও জায়গাটির দখলে রয়েছে এবং সেই ক্রয় সূত্র অনুযায়ী তাদের নামে নামজারী খতিয়ন সৃজিত হয়।তবে স্হানীয় জাগের আহমদ ও একই ব্যক্তি আলী আহমদ থেকে ১৯৭৫ সালে অন্য দাগ হতে ৯ শতক জায়গা ক্রয় কর।তবে তারা সেই দাগে না গিয়ে আব্দুস সত্তার ও তার স্ত্রীর ক্রয় কৃত উক্ত ১২ গন্ডা জায়গার মধ্যে ৬ গন্ডা পাবে বলে দাবি তুলে পাকা ঘর নির্মানের তৈরির চেষ্টা করে। এ নিয়ে স্হানীয় চেয়ারম্যানের কাছে বিচার হলেও জাকের আহমদ গং বিচার অমান্য করে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা করে। এক পর্যায়ে আব্দুস সত্তারের পুত্র জাফর আহমদ গং বাঁশখালী থানা পুলিশের আশ্রয় গ্রহন করে বিচার চাওয়া হলে শুক্রবার (১ জুন) বিকাল ২ টায় থানা পুলিশের কাছে বিচার হওয়ার কথা ছিল।কিন্তু উক্ত বিচার টি বানচাল করার জন্য হামলা চালিয়ে সকাল ১১ টায় তাদের উপর হামলা করে একই পরিবারে জাফর আহমদ(৫৫),তার মা নুর জাহান বেগম (৭৫),ছেনুয়ারা বেগম(৪০),নুসরাত জাহান কেমি (১৩) কে ধারালো দা ও দেশীয় লোহার রড় ধারা মারধর করে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জাফর আহমদ জানান,আমার ভাগীনা আফ্রিকা প্রবাসী তাদের পারিবারে ঈদের কেনাকাটা করার জন্য ২ দিন আগে ১ লক্ষ ২০ হাজার টাকা আমার নিকট পাটাই, আমি টাকা গুলো নিয়ে সকালে আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য বের হলে প্রতিমধ্যে তারা আমার উপর হামলা করে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা ও এগিয়ে আসলে তারা সবাইকে মারধর করে।এতে আমার পকেটে থাকা টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডাঃআয়শা মুনমুন বলেন,আহতদের শরীরে বিভিন্ন স্হানে ফোলা জখম রয়েছে, যার ফলে তাদের কে প্রাথমিকভাবে চিকিৎকসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন,আমি সকালে ঘুমে ছিলাম,কেই কেউ তো বিষয়টি আমাকে জানাই নি।এ বিষয়ে আমি অবিহিত নই।তবে খবরাখবর পেলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে বলে জানা যায়।