কালীপুর প্রতিনিধি : পালেগ্রাম ছমদ ফকির জামে মসজিদে গত ১১.০৮.১৭ রোজ জুমাবার বাদে মাগরিব গারাংগিয়া আলীয়া দরবার শরিফের সুযোগ্য খালিফা ও বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ নজিরের উদ্যোগে ও সভাপতিত্বে এক তরিকতের মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন গারাংগিয়া দরবারশরিফের হযরত বড় হুজুর (রাহ.) ও ছোট হুজুর (রাহ.) এর খলিফা পীরে কামেল হাফেজ ক্বারি আবদুল মাবুদ সাহেব (মা.দি.জি.)। বিশেষ মেহমান হিসাবে ছিলেন দরবারে আলীয়া গারাংগিয়া শরিফের সুযোগ্য খলিফা চিববাড়ী আল হামেদী দারুল হুফফাজ একাডেমীর পরিচালক মাওলানা আবুল হাসেম (মা.দি.জি.), পালেগ্রাম হাকিম মিয়া শাহ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর আহমদ সাহেব ও জলদী হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী-অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম সাহেবসহ আরো বহু ওলামায়ে কেরাম।
যারা এই মাহফিলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে বিশেষ করে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দীনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এই মাহফিল প্রতি ইংরেজি মাসের ২য় জুমাবার আয়োজন করা হবে বলে জানানো হয়। আগামী মাসের মাহফিল বাঁশখালী রামদাস মুন্সির হাট বাইতুর রহমান জামে মসজিদে হবে।