চট্টগ্রাম শহরের অভিজাত চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল ও বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ জলদী আধুনিক হসপিটালের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর গতকাল ২৯ আগস্ট পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে পার্কভিউ হসপিটালের পক্ষে পার্কভিউর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ টি এম রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ এয়াকুব হোসেন, ডাঃ মাহাবুর রহমান এবং জলদী আধুনিক হসপিটালের পক্ষে হসপিটালের চেয়ারম্যান মো. মুহিব্বুল হক, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম ও ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে জলদী আধুনিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমাদের যেসকল রোগী অনিবার্য কারণে উন্নততর চিকিৎসার স্বার্থে শহরে পাঠাতে হয় সেক্ষেত্রে পার্কভিউ হসপিটাল রোগীদের চিকিৎসা ব্যয়ে ছাড় দিবেন। পার্কভিউতে চিকিৎসাধীন বাঁশখালীর রোগী প্রয়োজনীয় চিকিৎসা শেষে জলদী আধুনিক হসপিটাল হতে ফলোআপের সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া জলদী আধুনিক হসপিটালের রেফারেন্সে চিকিৎসাসেবা নিলে পার্কভিউ উল্লেখযোগ্য পরিমাণ মূল্য ছাড় দিবেন।’