শীলকূপ প্রতিনিধি: শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর এলাকায় পেলা গাজী পাড়ায় ৪ সন্তানের জননীকে পারিবারিক বিরোধের জের ধরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রমতে, পূর্ব মনকিচর এলাকার জাফর আহমদের কন্যা নুরতাজ বেগমের (৩৫) সাথে একই এলাকার আসহাব মিয়ার পুত্র মোহাম্মদ নাছিরের সাথে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ২ মেয়ে রয়েছে। নাছির রাঙ্গামাটিতে মাছ ধরার কাজ করে। বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে দেয়া স্বর্ণালংকারগুলো গত কিছুদিন আগে নাছির বাড়ি থেকে নিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিচার দেয়। এর জের ধরে গতকাল নাছির দুপুরে বাড়িতে গিয়ে তার স্ত্রী নুরতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে বলে নিহতের পরিবারের লোকজন দাবি করেন। এদিকে গতকাল বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, গৃহবধু হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানা যায়, নুরতাজ বেগমের ২ ছেলে ও ২ মেয়ে থাকলেও ঘটনার সময় অবুঝ দুই শিশু সন্তান বাড়িতে ছিল।