যে জলে ভাসে বিউ
পান্থজন জাহাঙ্গীর
বৃষ্টি যে আঘাতে ঝরেছো হে মালতি এসো বানজলে ভাসি। হে বিউফুল যেখানেই হারিয়েছি তোমায় সেখানেই বিরহজলে ভাসাও দু কূল।
ছাতিম ছায়ায় যেখানে ঘুম ঝরে হেলানো ঘাসের। বানজলে ভেসেছিল আমিনার চুল। রাতের আছর চালতার ডালে নৃত্য পরীর নেকাব ঝুলে মৎস্যকন্যার, ঢেকে আসমানি চাদর।
হে কামিনী, হে শিউলি বিউ
সে রাতে আমাকেও নিও।