পুকুরিয়া প্রতিনিধি: পানিতে প্লাবিত পুকুরিয়া! টানা বর্ষণে পশ্চিম পুকুরিয়া থেকে শুরু করে নাটমুড়া, খন্দকার পাড়াসহ পুরো গ্রাম ডুবে আছে। বাড়িতে পানিবন্দী হয়ে আছে শত শত পরিবার! ৬ নং ওয়ার্ডের মেম্বার ফরিদ আহমদ জানান, অন্তত ৪ হাজার লোক নিদারুণ শঙ্কায় দিন যাপন করছে।
বাড়ির উঠোন থেকে শুরু করে রাস্তাঘাট, পুকুর প্লাবিত হয়েছে। পুকুর ও মৎসপ্রজেক্ট ডুবে তলিয়ে গেছে কয়েকটি। বাকিগুলো নিয়েও শঙ্কায় আছে প্রজেক্টের মালিকেরা। গরু, ছাগল, হাঁস, মুরগিসহ গবাদি পশু নিয়ে আতঙ্কিত লোকজন।
বাড়ির জিনিসপত্র পানিতে ভাসছে, রাতে ঘুমানোর যে উপায় খুঁজে বের করবে সেটিও পাচ্ছে না।
পুকুরিয়ার চেয়ারম্যান এ ব্যাপার কী উদ্যোগ নিচ্ছে জানতে ফোন করা হলে ওপ্রান্ত হতে কল রিসিভ হয়নি।