জলদী প্রতিনিধি: জলদীর পাইরাংয়ে গণপিটুনিতে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদল তাদের ডাকাতি শেষ করে ফেরার পথে স্থানীয়রা সাহাব উদ্দিনকে ধরে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাংয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় গ্রামবাসীর সহযোগিতায় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, “আইনে সোপর্দ করার আগেই বিক্ষুব্ধ জনতা ওই ডাকাতকে গণপিটুনি দেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত ডাকাত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আবদুল জলিলের ছেলে বলে জানিয়েছেন ওসি।
অন্য ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।