পশ্চিম বাঁশখালী স্কুলের হীরকজয়ন্তী উৎসব শুরু আজ
বাঁশখালী টাইমস: পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ ২৬ জানুয়ারী শুরু হবে।
স্কুল প্রাঙ্গণে আজ সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, বাঁশখালীর ইউএনও মাসুদুর রহমান মোল্লা, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মোকাম্মেল হক চৌধুরী, সদ্য রাষ্ট্রপতি পদক প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (র্যাব-১১) জসীম উদ্দীন চৌধুরী ও বাঁশখালী থানার ওসি সালাহউদ্দীন আহমদ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হীরকজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন