BanshkhaliTimes

পশ্চিম বাঁশখালী স্কুলের দপ্তরী আব্দুল বারী চৌধুরীর ইন্তেকাল

বাঁশখালী টাইমস: বাঁশখালীর পশ্চিম চাপাছড়ী গ্রামের ছমদ চৌধুরী বাড়ির মরহুম আলী আকবর চৌধুরীর সপ্তম পুত্র ও পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন খ্যাতিমান দপ্তরী আব্দুল বারী চৌধুরী বার্ধক্যজনিত কারণে আজ ভোর ০১ঃ০০ সময় ইন্তিকাল করেছেন।
( ইন্নালিল্লাহে………. রাজিউন)।

আজ শনিবার দুপুর ২(দুই) টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম সম্পর্কে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পবাউবির পক্ষ থেকে মঞ্জুরুল হক চৌধুরী বলেন-
‘একজন ভালো শিক্ষানরাগী স্কুল দপ্তরী আঃ বারী আমাদের আদর্শ হয়ে উঠেছিল তাঁর কর্মের মাধ্যমে। বদলে দিয়েছিলেন হাজারো ছাত্রের জীবন বোধ- সম্ভাবনা আর সাফল্যের দুয়ারেও পৌঁছে দেয়ার সহযোগী কারিগর ছিলেন তিনি। স্নেহ–ভালোবাসা আর শ্রদ্ধা–সম্মানে যে সম্পর্কের ভিত রচিত হয়েছিল যেন সর্বদা অটুট থাকে প্রত্যেহিক প্রার্থনায়।।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পবাউবির পক্ষ থেকে কায়মনোবাক্যে প্রার্থনা –
বিশিষ্ট এই শিক্ষানুরাগী ও সাদা মনের মানষটির আজীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’
একই সাথে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা এবং আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *