BanshkhaliTimes

পশ্চিম বাঁশখালী মেডিসিন কর্ণারের শুভ উদ্বোধন

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজীর বাজার পূর্বকূল (উত্তর পার্শ্বে) প্রধান সড়ক সংলগ্ন পশ্চিম বাঁশখালী মেডিসিন কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ আগষ্ট) সন্ধায় ৭ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পশ্চিম বাঁশখালী মেডিসিন কর্ণারের স্বত্তাধিকারী মোহাং রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধন অনুষ্টান শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে ফিতা কেটে মেডিকেল কর্ণারের এর শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক অাব্দুল গফুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনিতীবিদ ও চিকিৎসক ডাঃ ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা আলী আহমদ,পল্লী চিকিৎসক ডাঃ হারেস,ডাঃ আশীষ কুমার পাল,বশির উল্লাহ মিয়াজীর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ক্বাজী কামাল উদ্দীন,মাষ্টার নুরুল আমিন,আহমদ রশিদ,আবু আক্তার,কাজী আলমগীর,
কাজী ইউচুফ,ইব্রাহীম,আব্দুস সবুর,অাব্দুল গফুর,কামাল উদ্দীন,
যু্বলীগ নেতা শাহেদ,আবু তালে্,মাষ্টার আমিন সহ সামাজিক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন ও আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এর মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেবার যে অঙ্গীকার করেছেন, তারি ধারাবাহিকতায় এই মেডিসিন কর্ণার সেই অঙ্গীকার এর ই প্রতিফলন।এই ইউনিয়নের মাঝে চিকিৎসার কোন সুব্যবস্থা আর সমৃদ্ধ ও যুগ উপযোগী করার জন্য এই মেডিসিন কর্ণারে প্রতিদিন ই থাকবে ১-৩ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক,২৪ ঘন্টা ফার্মেসী ও ল্যাব এর সুবিধা ।এই মেডিসিন কর্ণারের মাধ্যমে এখন থেকে এই গ্রামের মানুষের মাঝে সুচিকিৎসার ব্যবস্থা হবে।

বক্তারা আরো বলেন,এই মেডিসিন কর্ণারটি বানিজ্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠান কে পরিচালিত না করে সেবার উদ্দেশ্যে পরিচালিত করলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান সাফল্যতা অর্জন করতে পারবে। তাই, বানিজ্য নয় সেবাই যেন হয় মূল লক্ষ্য।

উল্লেখ্য, মেডিকেল কর্ণারে সেবাসমূহর মধ্যে রয়েছে, ইসিজি, আলট্রাসনোগ্রাম, নেবোলাইজার, প্যাথলেজিকেলসহ প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *