বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ৬০বৎসর পূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী হীরক জযন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৬ জানুয়ারী) বিকেলে বিদ্যালয়ের মাঠে উদ্ভোধনী ও আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ড.ছিদ্দিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরক জয়ন্তী অনুষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, সিনিয়র এ.এস.পি র্যাব-১১ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা,থানা অফিসার ইন-চার্জ (ও.সি) মো: সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, বার্জার পেইন্ট চট্টগ্রাম এর কর্মকর্তা আমিনুল হক, প্রধান শিক্ষক মীর কাশেম, সাবেক প্রধান শিক্ষক আবদুল আলীম,চাম্বল ইউ.পি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,বাহারছড়া ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু প্রমুখ।
প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, উপজেলার শিক্ষা প্রসারে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এক অভূতপূর্ব নিদর্শন। এ বিদ্যালয় হতে অনেকে পাশ করে বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ আসীন।