বাঁশখালী টাইমস: বৈলছড়ীতে পলক টিউটোরিয়াল হোমের উদ্যোগে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পলক কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি উদ্বোধন অনুষ্ঠান আজ ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের রেক্টর বাবু তেজেন্দ্র লাল দে, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু নারায়ন চন্দ্র দে, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত বড়ুয়া, বাঁশখালী নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক হুমায়ন কবির, বরইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী, ব্যাংকার রাসিফ ইকবাল রাকিব, সিহাব উদ্দিন, মাসুদুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানের পরিচালক পলক তালুকদার বাঁশখালী টাইমসকে বলেন- গরীব ও আগ্রহী শিক্ষার্থীদের আমরা স্বল্পমূল্যে ও ক্ষেত্রবিশেষে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিবো।