বাঁশখালী টাইমস: মনজুড়ানো সৌন্দর্যের অমিয়ধারা বাঁশখালীকে পর্যটন উপজেলা ঘোষণা এবং একই সাথে বাঁশখালীর উন্নয়নের অন্তরায় দুই বিষফোঁড়া পরিবহন ও বিদ্যুৎ নৈরাজ্য অবিলম্বে বন্ধের দাবিতে একত্রিত হয়েছে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন।
বাঁশখালী উপজেলার সমুদ্র সৈকতের খানখানাবাদ-বাহারচরা পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ, বক্তব্য রাখেন বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক মানিক দে, খানখানাবাদের সাবেক চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা, মুহিবুল্লাহ চৌধুরী, জসিম উদ্দিন, তৌহিদ রানা প্রমুখ।
এসময় বক্তারা বাঁশখালীর চলমান সমস্যাগুলো দ্রুত নিরসন পূর্বক পর্যটন মন্ত্রণালয় কর্তৃক পর্যটন উপজেলা হিসেবে দ্রুত সরকারী ঘোষণা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।