বাঁশখালী টাইমস: মানুষের সচেতনতা ও তরুণদের উদ্যোগের সুফল পেতে শুরু করেছে বাঁশখালীর অসহায় যাত্রী সাধারণ।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে গতকাল ১০ সেপ্টেম্বর নতুন ব্রীজ এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট।
এতে বাঁশখালীর ৩টি, সোহাগ পরিবহনের ১ টি, পটিয়ার ১টি বাস সহ মালিক সমিতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগ গুলোর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায় ও ‘মূল্য তালিকা না থাকা’ উল্লেখযোগ্য।
পরিবহন সেবার নামে চলমান নৈরাজ্যকে যাত্রীরা ‘পরিবহণ সন্ত্রাস’ নামে আখ্যায়িত করছে। মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত রাখার অনুরোধ জানান।
উল্লেখ্য, কিছুদিন আগে বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে সাংবাদিক ফারুক আব্দুল্লাহ এবং সাংবাদিক ওয়াসিম আহমদের নেতৃত্বে জেলা প্রশাসককে পরিবহন নৈরাজ্যের ফিরিস্তিসহ স্মারকলিপি প্রদানকালে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।