পবিত্র রমজানকে সামনে রেখে শীলকূপে স্বাগত মিছিল

শিব্বির আহমদ রানা: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শীলকূপ ইউনিয়ন মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ঐক্য পরিষদের সদস্যরা ও সবর্স্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা। শনিবার বাদে আছর মাইজপাড়া থেকে শুরু করে শীলকূপ টাইম বাজার, মনছুরিয়া বাজার, প্রদক্ষিণ করে টাইমবাজার মোড়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিয়াজুল হকের সঞ্চালনায় কুরঅান তেলাওয়াত করেন শীলকূপ ইউনিয়ন মুসলিম ঐক্য পরিষদের সদস্য হাফেজ মুহাম্মদ বেলাল। এতে বক্তব্য রাখেন হাজী মনছফ অালী, মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও শীলকূপ ইউনিয়ন মুসলিম ঐক্য পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহজাদা হাফেজ অাব্দুল করিম মনছুর।

উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় মাস। এই মাস রহমত, নাযাত ও মাগফেরাতের মাস। এই মাসে সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়াপনাসহ সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকা, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, টেলিভিশনে বাংলা ছায়াছবি সহ সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত থাকতে সকলকে উদাত্ত আহ্বান জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *