বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পরও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি অধ্যক্ষ জহিরুল ইসলাম। তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তাঁর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
তিনি তাঁর প্রার্থীতার বৈধতা পেতে আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে জেলাপ্রশাসক কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং সেদিনই সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার দুই দিন পূর্বেই উপজেলা চেয়ারম্যান পদ হতে ইস্তফা দেয়ার রুল রয়েছে। তা অমান্যতো করেছেন তার উপর মন্ত্রণালয় হতে উপজেলা চেয়ারম্যন পদ হতে পদত্যাগ পত্র গৃহীত হয়েছে মর্মে কোন কাগজ উপস্থাপন করেননি মোহামমদ জহিরুল ইসলাম।