পথিক ইদ্রিসের দু’টি ছড়া
১.
শ্রমিকগণের দাম বাড়াও

আমায় দিয়ে ঘর বানাও
সোনা-রূপা-জর বানাও
পারিশ্রমিক চাইগো যদি, ভাইগো বদি;
গলায় বিকট স্বর বানাও
আমার গালে চড় বানাও।
আমায় দিয়ে মিল চালাও
ঘরবাড়ি খাল বিল চালাও
চাইলে টাকা ছিটাও কাদা, পিটাও দাদা;
আমার মাথায় ঢিল চালাও
পিঠের উপর কিল চালাও।
কামের উপর কাম বাড়াও
আমার গায়ে ঘাম বাড়াও
এখন থেকে কুপথ ছেড়ে, সুপথ কেড়ে;
ভালোর দিকে নাম বাড়াও
শ্রমিকগণের দাম বাড়াও।
২.
দে শ্রমিকের দাম
ভিন্ন কাজের জাম
হায় রে বিধি বাম
ঝড়ে ভিজে রোদে পোড়ে
শ্রমিকগায়ের চাম।
শ্রমিক তাঁদের নাম
নয়কো বিস্বাদ আম
তাঁদের নিয়ে খেলিস যারা
থাম রে তোরা থাম।
না শুকাতে ঘাম
দে শ্রমিকের দাম
শ্রমিকগণের মূল্য দেওয়া
সৎ মানুষের কাম।