BanshkhaliTimes

পঞ্চম বারের মত ‘সিআইপি’ নির্বাচিত হলেন বাঁশখালীর সন্তান মুজিবুর রহমান

ওভেন গার্মেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের দেশের খ্যাতনামা শিল্প পরিবার স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রীজের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমানকে আবারও ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করেছে সরকার। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদা দেয়া হলো।

এ নিয়ে পঞ্চমবারের মতো সিআইপি মর্যাদা পেলেন তিনি। আগের চারবারের দুইবার তিনি পেয়েছিলেন রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ও দুইবার পেয়েছিলেন শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর আয়োজনে সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উপস্থিত থেকে তিনি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে “সিআইপি কার্ড- ২০১৫” গ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *