মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইনের নৌকা প্রতীকের পক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
নৌকা প্রতীক পাওয়ার পর তিনি বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম থেকে বাঁশখালী আসার পথে দলীয় নেতা কর্মীরা শত শত মোটরসাইকেলের বহর নিয়ে তৈলারদ্বীপ ব্রীজ থেকে শোডাউন করে বাঁশখালী পৌরসভা সদরে নিয়ে আসে। পরে শোডাউনটি সদরে গিয়ে এক পথসভার আয়োজন করে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, পৌর নির্বাচনে বাঁশখালী পৌরসভাটি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। এজন্য পৌর-উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন। শোডাউনে প্রায় ৬ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেয়।
তারা আগামী (১৬ জানুয়ারী) রবিবার নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।