মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাঁশখালী পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইনের সমর্থনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনছুর, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহপমান সিআইপি।
সভায় আগামী ১৬ জানুয়ারি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়াসহ কুচক্রী মহল থেকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।
পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মুজিবুল হক চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক ও পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, প্রচার সম্পাদক সরোয়ার কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউপির চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপির চেয়ারম্যান কফিল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুদ্দিন চৌধুরী সুমন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু ছৈয়দ, অর্থ সম্পাদক আব্দুল জলিল, ডা. ফররুখ আহমদ, সাবেক পৌরমেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, খানখানাবাদ চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, শেখেরখীল চেয়ারম্যান ইয়াছিন তালুকদার, জমসেদ সওদাগর, তপন দাশগুপ্ত, মোস্তাক আলী টিপু, শাহদাত ফারুক, মাস্টার রহমত উল্লাহ, জয়নাল আবেদীন, মনসুর আলী, তবারক হোসেন নেয়ামু, শামসুল আলম মাস্টার, ইমরানুল হক, ফয়সাল জামিল সাকি প্রমুখ।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড. তোফাইল বিন হোছাইন বলেন, আমার জীবনের বড় প্রাপ্তি নৌকা প্রতীক। নৌকা আমাদের স্বাধীনতা ও গর্বের প্রতীক। জননেত্রী শেখ হাসিনার প্রতীক। এ নৌকাকে অক্ষুন্ন রাখতে হলে সবার সহযোগিতা চাই। ১৬ জানুয়ারি নৌকার বিজয়ের জন্য সুন্দর পরিকল্পনা করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে হবে। আজকের এই সভা ঐক্যের সভা। এখানে যেসব নেতা এসেছেন তাঁরা প্রত্যেকেই স্বস্ব ক্ষেত্রে ভূমিকা রাখলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। পৌরসভায় আওয়ামী লীগ হারলে বাঁশখালী আওয়ামী লীগ হারবে। জিতলে সবাই জিতবে। বাঁশখালী পৌরসভায় বিএনপির কোন অস্তিত্ব নেই।
বর্ধিত সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সভায় বক্তারা ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।