নূর মোহাম্মদের ছড়া || কদম চালাও একসাথে

কদম চালাও একসাথে
নূর মোহাম্মদ

কার মাথার তেল কারে ঢালি
ফুর্তিটা তো বেশ করো ,
কর্মের দোষে মাকেই গালি
প্রসব জ্বালা ও নাশ করো ।

ছেলের কন্ঠ রোধ করিতে
পিতারে লাগাও ডান্ডা
সত্য কথায় ভাত জোটেনা
অচল বদন ঠান্ডা ।

কষ্টের কথায় গা ছম ছম
ধরার যমে ধরছে পা ,
আরশের যমে ছাড়লে ছাড়ুক
ধরার যমে ছাড়ছে না ।

হাঁড় গিলে খায় বৈশ্যানরে
মাংস গলে মোমের সম ,
ইনসান হয়ে ইনসানের ভিতর
নেই যে কারো তুচ্ছ মম ।

নিজের ছেলের কান্না শোনে
অশ্রু জলে ভাসাও বুক ,
পরের ছেলের জীবন নাশের
পাও যে মনে সুরার সুখ ।

মনের ভয়ে যাতনা সয়ে
আপন গায়ে ছিটছে নুন ,
ন্যায্য কথার দাবির লাগি
হচ্ছে কতই মানুষ খুন !

কাল বয়ে যায় ঢাল ক্ষয়ে যায়
কদম চলাও একসাথে ,
নচেৎ সবার জীবন সাবাড়
করবে বসে তক্তাতে ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *