বাঁশখালী টাইমস: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতদিন পর্যন্ত মিয়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে ততদিন সরকার তাদের পাশে থাকবে। গতকাল বিকালে উখিয়ার বালুখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ, প্রতিকূলতায় সরকার জনগনের পাশে দাঁড়াচ্ছে বলেই দেশের জনগণ এখনো সরকারের প্রতি আস্থা রেখেছে। বেশ কয়েকটি বড় দুর্যোগ কাটানোর পর রোহিঙ্গা ইস্যু সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে আশ্রয় দেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিয়ে তাদের মুখে অন্ন তুলে দিয়েছে।
গতকাল বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরন করা হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল, কক্সবাজার আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কলামিস্ট অধ্যাপক ডক্টর মাসুম চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ মোস্তাক, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসাইন, সাংবাদিক রাহুল দাশসহ ত্রান তদারকির দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা এ ত্রান বিতরণ করেন।
এর আগে দৈনিক পূর্বদেশ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মজিবুর রহমান সিআইপি সাড়ে সাত হাজার শাড়ি, থামি, গামছা, লুঙ্গি, শিশুপোশাক ও ১২টন চাল কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের কাছে হস্তান্তর করেন।
সকালে টেকনাফের ঝিলংজা ইউনিয়নে ত্রাণ বিতরনে অংশ নেন সেতুমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি টিম। ত্রাণ বিতরনের একপর্যায়ে নির্যাতিত রোহিঙ্গাদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন ওবায়দুল কাদের।