BanshkhaliTimes

নির্মিতব্য বাঁশখালী থানা কমপ্লেক্স পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি আবু হাসান

BanshkhaliTimesমুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা কমপ্লেক্সের নব নির্মিত ৮ কোটি টাকা ব্যয়ে নতুন ৪ তলা বিশিষ্ট থানা ভবনের নির্মাণ কাজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে পরির্দশন করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক।

এ সময় তিনি নির্মিতব্য ৪ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
ডিআইজি ভবনের চতুর্দিকে ঘুরে কাজের মান দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করে অর্থ ছাড় দেওয়ার অাশ্বাস দেন। ইতোমধ্যে ২ কোটি টাকার বিল ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মুহাম্মদ আফরুজুল হক টুটুল, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, ওসি (তদন্ত) কামাল উদ্দীন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান সহ পুলিশের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *