নির্বাচনী ভাবনা || আতা-উর-রহমান কাইসার

আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার বাংলাদেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের ৪ ধরণের জনপ্রতিধিরা এই নির্বাচনের ভোটার হবেন। উল্লেখ্য উক্ত ৪ ধরণের জনপ্রতিনিধির মধ্যে বর্তমানে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও রয়েছেন। সেই হিসাবে সম্ভবত ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখের আগে বাঁশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। তাছাড়া, শুনা যাচ্ছে পুরাতন তফসিলে তারিখ ঘোষনা করলেই রীট দায়ের। কারণ বাংলাদেশের ইতিহাসে এতো পুরাতন তফসিলে ইউপি নির্বাচন হয়েছে এমন রেকর্ড নাই। তবে বিশেষ সূত্রে অনেকটা নিশ্চিত হয়েছি নতুন তফসিল নির্বাচন হবে। যদি তাই হয় নির্বাচন ২০১৬ সালে হচ্ছে না!

Spread the love

1 thought on “নির্বাচনী ভাবনা || আতা-উর-রহমান কাইসার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *