বাঁশখালী টাইমস ডেস্ক: এ যেন কুফা লেগেছে বাঁশখালীর নির্বাচনে! জেলা পরিষদ নির্বাচনেরর বাঁশখালী ( Banshkhali ) চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ডে পুরুষ নির্বাচন হচ্ছে না। শুধু মহিলা প্রার্থীর নির্বাচন হচ্ছে।
জানা গেছে, বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার সাবেক মেয়র ফখরুদ্দিন চৌধুরীর হাইকোর্টে রিট করা এক আদেশের রুলের জবাব নির্বাচন কমিশন যথাসময়ে দিতে না পারায় এই নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর আগে ইউপি নির্বাচনের বেলায়ও একই কাণ্ড ঘটেছিল। কয়েকবার তারিখ বদলানোর পরও সেই নির্বাচন হতে পারেনি।