স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার উদ্যোগে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়কের দাবিতে গতকাল শুক্রবার বিকাল ০৪ টায় চাম্বল বাজারে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের স্বেচ্ছাসেবক টিম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, এডমিন এহসান উল্লাহ, মাহমুদুল হক, জিএন কবির চৌধুরী, সাকিব, ফারুকুল ইসলাম, রহিম, আবরার আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাঁশখালী প্রধান সড়কে এক সপ্তাহের ব্যবধানে ০৯ জনের মৃত্যু হৃদয়বিদারক এবং মর্মান্তিক ঘটনা। প্রধান সড়কের পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করা, সড়ক প্রশস্থকরণ, দক্ষ ড্রাইভার এবং নিরাপদ সড়ক চাই দাবি উত্থাপন করেন বক্তারা।
(প্রেস বিজ্ঞপ্তি)