BanshkhaliTimes

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে ছাত্র-বিক্ষোভ চলছে

ডেস্ক :নিরাপদ সড়কের দাবিতে সপ্তম দিনের মতো রাজধানীর মতো চট্টগ্রামের রাস্তায় নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের সনদ পরীক্ষা করছে।

1st Image

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় পবিহন মালিক-শ্রমিকরা বাস না নামানোয় সড়কে শুধু ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাই চলাচল করছে।
তবে চট্টগ্রাম নগরীরর সড়কে কিছু বাস চললেও রিকসা আর শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে লেগে আছে জ্যাম।
শিক্ষার্থীরা অবরোধ তৈরি না করে শুধু এসব গাড়ি থামিয়ে চালকদের ও গাড়ির লাইসেন্স দেখতে চাচ্ছে।
শনিবার ১০টার পর থেকে ভাটিয়ারী থেকে বহদ্দার হাট পর্যন্ত প্রতিটি মোড়ে শিক্ষার্থী রা জড়ো হয়ে বাসের গাড়ির লাইসেন্স পরীক্ষা শুরু করে।
গত ২৯ জুলাই বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ঢাকাসহ চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তাদের আন্দোলন থেকে ওঠা ৯টি দাবি পূরণের ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হলেও শুধু আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *