নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি আরো উত্তরে এগিয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
নিম্নচাপটি বৃহস্পতিবার আরো ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ কারণে সাগর উত্তাল থাকায় আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
নিম্নচাপের প্রভাবে বুধবারের মতো আজও দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে হালকা থেকে মাঝারি বর্ষণও হয়েছে রাজধানীতে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি চলতে পারে আরো দুদিন। তবে পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে, মেঘ কেটে গেলে বাড়তে পারে শীত।
বুধবার মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকবে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল এবং গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।