নিজ ভাইয়ের খুনি দুর্ধর্ষ সন্ত্রাসী বদি আলম গ্রেপ্তার

বাঁশখালী টাইমস: প্রকাশ্য দিবালোকে গত বছর নিজ ভাই শাহজানের খুনি ও ডজন খানেক মামলার আসামীকে গত রাত বাঁশখালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বাঁশখালী থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মোঃ সালাহউদ্দিন অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বাঁশখালী থানার কুখ্যাত ডাকাত পেশাদার খুনী এবং তালিকাভুক্ত সন্ত্রাসী বদি আলম প্রঃ বইদ্যা ডাকাত(৩৮), পিতা- মৃত কালু মিয়া প্রঃ কালা মিয়া, সাং- চেচুরিয়া হুজুর পাড়া বৈলছড়ি ইউপি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে অদ্য রাত্রী বিশেষ অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন চন্দন নগর পাহাড়ী এলাকা হইতে গভীর রাত্রে তাহাকে অত্যন্ত সাহসীকতার সহিত গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পূর্বক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তাহার স্বীকারোক্তি অনুযায়ী বাঁশখালী থানার কালীপুর ইউপির ০৯নং ওয়ার্ড ফকির পাড়া তাহার মামা শ্বশুর কাসেমের বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া লুকানো অবস্থায় ডাকাতি ও হত্যাকান্ড সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরী সচল আগ্নেয়াস্ত্র এল জি এবং একাধিক ধারালো কিরিচ, রামদা ও ছুরি উদ্বার পূর্বক বিভিন্ন স্থানে আরো অস্ত্র শস্ত্র উদ্বারের জন্য অভিযান পরিচালনা করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ডাকাতি, খুন সহ ডাকাতি, হত্যা মামলা সহ একাধিক মামলায় সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়া বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সংঘটন করিয়া আসিতেছিল। তাহার বিরুদ্ধে ১। বাঁশখালী থানার মামলা নং- ০৭ তাং-১৫/১০/২০০০খ্রিঃ ধারা- ৩৯৬ পেনাল কোডা, ২। বাঁশখালী থানার মামলা নং- ০৮ তাং- ০৫/০৩/২০১৭ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ৩। বাঁশখালী থানার মামলা নং- ১৯, তাং- ১৩/০৬/২০০৫ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড, ৪। বাঁশখালী থানার মামলা নং- ১৯, তাং- ১৮/০৯/২০১০ইং, ধারা- ৩২৩/৩০৭/৩৭৯ পেনাল কোড, ৫। বাঁশখালী থানার মামলা নং- ০৯, তাং- ১১/০৯/২০১৪খ্রিঃ ধারা- ১৪৩ /৪৪৮ /৩৮৫ /৩২৩ /৩২৫ /৩৭৯/ ৩৮০ /৪২৭ /৫০৬ /৩৪ পেনাল কোড। ৬। বাঁশখালী থানার মামলা নং- ২৬, তাং- ২৬/০২/২০১৩ইং, ধারা- ৩২৩/৩৫৪/৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড। ৭। বাঁশখালী থানার মামলা নং- ২৬, তাং- ২০/০২/২০১৩ইং, ধারা- ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড। ৮। বাঁশখালী থানার মামলা নং- ২২, তাং- ২২/০৬/২০১২ইং, ধারা- ১৪৩ /৩২৩ /৩২৪ /৩২৫ /৩৭৯ /৫০৬/১০৯ পেনাল কোড সহ একাধিক মামলা রহিয়াছে। উক্ত আসামীকে অদ্য রাত্রী ০১.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত আসামী বিগত ০৩/০৩/২০১৭ইং তারিখ প্রকাশ্য দিবালোকে তাহার নিজের আপন বড়ভাই মোঃ শাহজাহানকে জনসাধারণের সম্মুখে অত্যান্ত ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। যাহা বাঁশখালীতে খুবই চাঞ্চল্যর সৃষ্টি হয়। উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার সে এজাহারনামীয় ০১নং আসামী হিসাবে পলাতক ছিল। উদ্বারকৃত আগ্নোয়াস্ত্র দ্বারাই শাহজাহানকে গুলি করিয়া হত্যা করা হয়। উক্ত আসামী অত্যন্ত দুধর্ষ এবং হিংস্র প্রকৃতির। ইতিপূর্বেও উক্ত আসামী একাধিকবার দীর্ঘদিন কারাভোগ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হইতেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *