‘নিখোঁজ ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন বাঁশখালীর কৃতিমুখ এহসান

নিখোঁজ ভালোবাসা” নামক একটা নাটকে এবার অভিনয় করেছেন বাঁশখালীরই এক কৃতিমুখ ‘এহসান’।

তার বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের খান বাহাদুর বদি আহমদ চৌধুরী বাড়িতে। তিনি ওয়ালিউল ইসলাম চৌধুরী – শুক্কু মিয়ার ছেলে। সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাতিজা।

এহসান তার নাটক সম্পর্কে বাঁশখালী টাইমসকে জানান, চমৎকার একটি নাটকে অভিনয় করতে পেরে ধন্য মনে করছি। একটা নাটকে বাঁশখালীর হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছি এটাই বড় পাওয়া। তিনি বাঁশখালীববাসীকে নাটকটি দেখার আহবান জানান।

নাটকটি আগামী ২২ মার্চ রাত ১১ টায় এটিএন বাংলায় সম্প্রচার হবে।

এতে আফরান নিশো, আনিকা কবির শখসহ আরো গুণী অভিনেতারা অভিনয় করেছেন।

এহসান তার জন্য সবার কাছে দোঅা চেয়েছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *