BanshkhaliTimes

নাপোড়া স্কুল ২০১১ ব্যাচের ইফতার পার্টি

গতকাল ১২ ই রমজান, ২৯ মে, ২০১৮, মঙ্গলবার বিকাল ৬টা ৩৪ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ ” হোটেল জামান” এ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এস এস সি ব্যাচ এর ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।
ইফতার পার্টির আয়োজক ছিলেন আফ্রিকার মোজাম্বিক প্রবাসী আসহাব উদ্দীন।
সমন্বয়কারী ছিলেন ফরহাদুল ইসলাম,( রানা) ফজলুল কাদের( জিহাদী)।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জকরিয়া,এনাম উদ্দীন, সাকের উল্লাহ, নজরুল ইসলাম, সেলিম উদ্দীন অলি আহমদ,জাবেদ সাদ্দম, মাইমুনুল ইসলাম, সিরাজদৌল্লাহ, জিয়াছমিন আক্তার ও আইরিন আক্তার।
মুঠোফোনে আসহাব উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে ওনি বলে,, ‘” বহুদিন ধরে আমার বন্ধুদের একসাথে দেখতে ইচ্ছা ছিল, তাই আমার এই আয়োজন”” তাছাড়া আর কোন উদ্দেশ্য ছিল কিনা জানতে চাইলে বলে, ” সব কিছু তো বলা যায় না,, এটা গোপনীয় থাকুক”
ভিডিও কলে আসহাব উদ্দীন ও পার্টি উপভোগ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *